» » » আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী



বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়, চাঁদপুর বাবুরহাটের মঠেখালায় অবস্থিত। পূর্বে এই অফিসের অবস্থান ছিলো চাঁদপুর সরকারি মহিলা কলেজ এলাকায় । পরবর্তীতে চাঁদপুরের নিশি বিল্ডিং এলাকায় কার্যালয়টি স্থানান্তর করা হয়। বর্তমানে  চাঁদপুরের বাবুরহাটে ২.৭১ একর জমিতে এর অফিস ভবন, এসএম ব্যারাক ও অন্যান্য স্থাপনা রয়েছে।

সাধারণ তথ্য

আনসার-ভিডিপি সংগঠন বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের শিক্ষিত ও স্বল্প  শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের আত্নকর্সংস্থানের পথ দেখায়  যা কিনা সম্পূর্ বিনা খরচে থাকা-খাওয়া এবং প্রশিক্ষণ ব্যয় সরকার বহন করে। আনসার বাহিনীতে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

১। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ পুরুষ ও মহিলা -------------চাঁদপুর
২। সাধারণ আনসার প্রশিক্ষণ।-------------চাঁদপুর
৩। অস্ত্র বিহীন গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ।-------------চাঁদপুর
৪। মোবাইল প্রশিক্ষণ।------------- কুমিল্লা।
৫। সেলাই প্রশিক্ষণ মহিলা------------- কলাকোপা, ঢাকা।
৬। মটর ড্রাইভিং প্রশিক্ষণ----- বাহিনীর নির্ারিত স্থানে।
৭। অটোমেকানিক্স প্রশিক্ষণ----- বাহিনীর নির্ারিত স্থানে।
৮। রেফ্রিজারেটরএ্যান্ড এয়ার কন্ডিশন প্রশিক্ষণ ----- বাহিনীর নির্ারিত স্থানে।
৯। ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং ----- বাহিনীর নির্ারিত স্থানে।
১০। মোবাইল ফোন সার্সিং প্রশিক্ষণ ----- বাহিনীর নির্ারিত স্থানে।
১১। প্লাম্বিং এ্যান্ড পাইপ ফিটিং প্রশিক্ষণ ----- বাহিনীর নির্ারিত স্থানে।
১২। ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ ----- বাহিনীর নির্ারিত স্থানে।
১৩। ম্যাশনারি এ্যান্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ ----- বাহিনীর নির্ারিত স্থানে।
১৪। কনষ্ট্রাকশন পেইন্টিং প্রশিক্ষণ ----- বাহিনীর নির্ারিত স্থানে।
১৫। টাইলস সেটিং প্রশিক্ষণ ----- বাহিনীর নির্ারিত স্থানে।
১৬। গামেন্টস  প্রশিক্ষণ মহিলা ----- বাহিনীর নির্ারিত স্থানে।
১৭। সোয়েটার নিটিং প্রশিক্ষণ পুরুষ ----- বাহিনীর নির্ধ ারিতস্থানে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র