» » » জেলা লিগ্যাল এইড অফিস, চাঁদপুর

জেলা লিগ্যাল এইড কমিটিঃপ্রত্যেক জেলার ন্যায় চাঁদপুর জেলায় ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন একটি জেলা কমিটি রয়েছে। যাহা জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন,২০০০ এর উপধারা (২) এর বিধান সাপেক্ষে নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে গঠিত হয়েছে। যথাঃ ক) জেলা ও দায়রা জজ, যিনি উহার চেয়ারম্যানও হবেন;(কক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা তৎকর্তৃক মনোনীত অন্যুন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন কর্মকর্তা; খ) জেলা ম্যাজিষ্ট্রেট বা তৎকর্তৃক মনোনীত অন্যূন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পদমর্যাদার একজন কর্মকর্তা; গ) জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট বা তৎকর্তৃক মনোনীত অন্যূন অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পদমর্যাদার একজন কর্মকর্তা; ঘ) জেলার জেল সুপারিনটেনডেন্ট; ঙ) জেলা সমাজকল্যান বিষয়ক কর্মকর্তা, চ) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যদি থাকে; চচ) জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, চচচ) জেলা তথ্য কর্মকর্তা; ছ) জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান বা তৎকর্তৃক মনোনীত কমিটির একজন প্রতিনিধি; ছছ) সরকার কর্তৃক মনোনীত সংশি­ষ্ট জেলার পৌরসভার একজন মেয়র, একজন উপজেলা চেয়ারম্যান এবং একজন গণ্যমান্য ব্যক্তি; জ) জেলা আইনজীবী সমিতির সভাপতি; ঝ) জেলার সরকারী উকিল; ঞ) জেলার পাবলিক প্রসিকিউটর; ঞঞ) মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর; ট) সরকার কর্তৃক মনোনীত একজন বেসরকারী কারাগার পরিদর্শক; ঠ) জেলা কমিটির চেয়ারম্যান কর্তৃক মনোনীত জেলার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার একজন প্রতিনিধি; ড) জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক যিনি ইহার সদস্য-সচিবও হবেন। এছাড়াও সংস্থার বিগত ০৪/১১/২০১২ ইং তারিখের ২৮/২০১০-৮৭৯ নং স্মারক মূলে সিভিল সার্জন, চাঁদপুরকে জেলা কমিটিতে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। প্রত্যেক জেলা কমিটির অধীনে উপজেলা ও ইউনিয়ন কমিটি জনসাধারণকে এ সেবা দিয়ে থাকে।

সাধারণ তথ্য

জেলা কমিটির দায়িত্ব ও কার্যাবলীঃআইনগত সহায়তা প্রদানের মৌলিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে জেলা কমিটি। জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন, নীতিমালা ও প্রবিধান মালা অনুসারে জেলা কমিটি নিম্নরুপ দায়িত্ব পালন ও কার্যাবলী সম্পাদন করে থাকে। যথাঃক) সংস্থা কর্তৃক নিরূপিত যোগ্যতা ও প্রণীত নীতিমালা অনুসারে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীগণের আবেদন বা দরখাস্ত বিবেচনাক্রমে যতদূর সম্ভব আইনগত সহায়তা প্রদান করা;খ) মঞ্জুরকৃত আবেদন বা দরখাস্তের ক্ষেত্রে, আবেদনকারী বা দরখাস্তকারীকে প্রদত্ত আইনগত সহায়তার ধরণ ও শর্ত নির্ধারণ করা;গ) জেলা পর্যায়ে আইনগত সহায়তা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করা;ঘ) আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জেলা পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;ঘঘ) উপজেলা এবং ইউনিয়ন কমিটি কর্তৃক প্রেরিত দরখাস্ত বা সুপারিশ বিবেচনাক্রমে আইনগত সহায়তা প্রদান করা;ঙ) বোর্ড কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা;চ) উপরি-উক্ত দায়িত্ব ও কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন কাজ করা।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র