» » » কোস্ট গার্ড ষ্টেশন চাঁদপুর



বাংলাদেশের মত নদী মাতৃক সমুদ্র উপকূলবর্তী একটি দেশের জন্য কোস্ট গার্ডের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শুধুমাত্র প্রথাগতভাবে দেশের নদী ও মেরিটাইম স্বার্থ সংরক্ষণেই নয়, বরং কোস্ট গার্ড আজ দেশের বিভিন্ন নদ-নদী ও সমুদ্র বন্দর, উপকূলবর্তী দ্বীপ ও চরাঞ্চলসহ প্রত্যন্ত জনপদে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কখনও তা জননিরাপত্তা রক্ষায় আবার কখনও তা দুর্গত ও আর্ত মানবতার সেবায়। বাংলাদেশে কোস্ট গার্ড গঠিত হওয়ার পূর্বে এই পবিত্র দায়িত্ব নৌ বাহিনীর উপর ন্যস্ত ছিল। বস্ত্তত বাংলাদেশ কোস্ট গার্ড একটি প্যারা মিলিটারী ফোর্স যাহার মূল দায়িত্ব হল সমুদ্রে আইন প্রয়োগ করা। এছাড়া যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ নৌ বাহিনীকে সহায়তা প্রদানও বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দায়িত্ব। সেবার এ মহান ব্রত নিয়ে কোস্ট গার্ড চাঁদপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র