জেলা সমবায় অফিস, চাঁদপুর জেলার প্রাণ কেন্দ্র আঃ করিম পাটোয়ারী সড়কের বিপনীবাগ নামক স্থানে অবস্থিত। সেতারা মঞ্জিল(৪র্থতলা) পোষ্টকোডঃ ৩৬০০, হোল্ডিংনং১০৬৫। জেলা সমবায় অফিস সমবায় অধিদপ্তরের অন্যতম সরকারী সংস্থা। বিসিএস (সমবায়) ক্যাডারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাসহ মোট ২১ জন কর্মকর্তা কর্মচারী সমম্বয়ে জেলা সমবায় অফিসের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
সাধারণ তথ্য
প্রাথমিত সমবায় সমিতি- সাধারণ-২০৮৪টি, পউব- ১৩৭৭টি।
কেন্দ্রীয় সমবায় সমিতি- সাধারণ- ০৭টি, পউব- ০৮টি।
প্রকল্পের ধরন প্রকল্পের সংখ্যা ব্যারাক সংখ্যা পুর্নবাসিত পরিবারের সংখ্যা
আশ্রয়ণ ০৩ ১২ ১২০
আশ্রয়ণ/আশ্রয়ণ ফেইজ-২ ০৪ ৩১ ৩১০
আশ্রয়ণ-২ ০৬ ১৮৫ ৯২৫
No comments: