চাঁদপুরে আজ ব্যাপক অনুষ্ঠানাদির মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়। দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার আয়োজনে ডাকাতিয়া নদীর পাড়ে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সঞ্চালনায় চিড়া,মুড়ি,দৈ,মিষ্টি আপ্যায়নের মধ্যদিয়ে দিবসের প্রথম কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। এরপর চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা স্থানীয় হাসান আলী বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে ডাকাতিয়া নদীর পাড়ে বৈশাখী মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। প্রতিটি অনুষ্ঠানে জেলা প্রশাসক ,পুলিশ সুপার ,মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি, পেসক্লাব সভাপতি,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কয়েক হাজার নারী পুরুষ ও শিশু অংশ ।
No comments: