চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ১০ টায় ঘাসিপুর গ্রামের ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধু সাবিনা ইয়াসমিন (২২) ইউনিয়নের ঘাসীপুর গ্রামের ডাক্তার বাড়ির কৃষক মাসুমের স্ত্রী।
সাবিনার চাচা আব্দুর রাজ্জাক জানায়, ৩ বছর পূর্বে তাদের পরিবারিকভবে বিবাহ হয়। রবিবার বাড়িতে ফোন করে জানানো হয় সাবিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আত্ম হত্যা করার মত মেয়ে নয়।
রোববার রাতে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে আসে।
এস আই (উপ-পরিদর্শক) ত্রিনাথ সাহা জানায়, লাশ ময়না তদন্তের জন্য আনা হয়েছে। তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাবে না।
No comments: