জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় চাঁদপুর সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন। দুদিনব্যাপী শিক্ষা সপ্তাপহ উদ্যাপন শেষে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে জেলা শিক্ষা অফিস।
সদর উপজেলায় এ প্রতিযোগিতাটির মাধ্যমে স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক), শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক), শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ), শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাধ্যমিক ও কলেজ) নির্বাচিত করা হয়। প্রতিযোগিতায় সদর উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) হিসেবে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলামকে নির্বাচিত করা হয়।
সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন তৎক্ষণিক প্রতিক্রয়ায় বলেন, আমি এ সম্মান পেয়ে অত্যন্ত আনন্দিত। এমন পুরস্কার আমাকে স্কুল নিয়ে আরো ভালোভাবে কাজ করতে উৎসাহ জোগাবে।
No comments: