গতকাল সকালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ৪নং পশ্চিম সুবিদপুর ইউনিয়নের ৭ নং ওয়াডের বদরপুর গ্রামের মসজিদ বাড়ির মমিন নামের এই ভাই গাছ কাটতে গিয়ে পল্লীবিদুৎতের তারের সর্ট খেয়ে গাছের উপরেই মৃত্যু বরন করেন। এই মর্মান্তক হ্রদ্য় বিদারক মৃত্যুতে ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।
আল্লাহ যেন ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে " আমিন "
No comments: