চাঁদপুর মডেল থানা পুলিশের প্রতিনিয়ত চলছে মাদক বিরোধী অভিযান। মঙ্গলবার রাতব্যাপী অভিযানে মাদক সেবন করা অবস্থায় শহরের বিভিন্ন স্থানে থেকে পাঁচ সেবীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- ফরিদগঞ্জ সন্তোষপুর এলাকার নধু মিয়ার ছেলে কামাল হোসেন (২৩), বিষ্ণুদী এলাকার মো. মোতালেবের ছেলে ফজলে রাব্বি (২৪), একই এলাকার মিজি বাড়ির মিজান মিজির ছেলে হোসাইন মিজি (২২), ইসমাইল গাজীর ছেলে সাদ্দাম গাজী (২১) ও শাহজাহানের ছেলে মফিজ উদ্দিন (২৩)। গতকাল বুধবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের তত্ত্বাবধানে এস আই নিজাম উদ্দিন ও এ এস আই সোহাগ এ অভিযান পরিচালনা করে।
মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, চাঁদপুরকে মাদক মুক্ত করণের লক্ষ্যে মডেল থানা পুলিশ মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
No comments: