» » » » » » হাইমচরকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে সদর উপজেলা

চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনাল খেলায় টাইব্রেকারে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চাঁদপুর সদর উপজেলা দল। আগামী রোববার বিকেল ৩টায় চাঁদপুর সদর ও কচুয়া উপজেলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।




গতকাল শুক্রবার অনুষ্ঠিত খেলায় দু দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা শুরু করে। দু দলই গোল দেয়ার জন্যে মরিয়া হয়ে উঠে। কিন্তু সদর উপজেলা দলের খেলোয়াড়রা বেশ ক'বার বেশ কটি গোল করার সুযোগ মিস করে। শেষ পর্যন্ত টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনাল খেলাটি গড়ায় টাইব্রেকারে। সেখানেও দেখা যায় সদর উপজেলা দলের খেলোয়াড়দের ব্যর্থতা। একমাত্র সদরের গোলকিপার ও স্টপার তুহিনের কৌশলের কারণে শেষ পর্যন্ত ১৬তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো চাঁদপুর সদর উপজেলা দল।


গতকালকের খেলায় অংশ নেয়া দু' দলের খেলোয়াড়রা হলেন : হাইমচর উপজেলা দল : মিলন, শিপন, রিপন, শাহ আলম, শাকিল, আল সিয়াম, জুয়েল, মিলন, এমরান, আল-আমিন, মধুসূদন। বদলি খেলোয়াড় : আবুল কালাম, রহমান, মিলাদ, সোহাগ, মেহেদী হাসান ও মামুন।


চাঁদপুর সদর উপজেলা দল : কামাল, মিল্টন, তুহিন, রাজা, সোহেল, লাবু, আব্বাস, জয়নাল, বিষ্ণু, মোহাম্মদ উল্যাহ সুমন, জহির। বদলি খেলোয়াড় : সরোয়ার, রিপন, সুমন, রুহুল আমিন, মাইনুদ্দিন, মেহেদী হাসান ও হাবিব।


খেলা পরিচালনা করেন রেফারী নজরুল ইসলাম মিন্টু। সহকারী রেফারী সেলিম আহমেদ টুমু, মাসুদুর রহমান মাসুম ও তরুণ দে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র