চাঁদপুর সদর উপজেলার শাহমহামুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে দোকানে ঢুকে হিন্দু ব্যাবসায়িকে কাঁচের বেতল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় আহত সুকলাল(৪৫)কে স্থানীয় ব্যবসায়িরা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। শনিবার রাতে মহামায়া বাজারে নিজের এশিয়া ট্রেইলারে এই ঘটনা ঘটে।
জানা যায়, শাহমহামুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামে নেকুল চৌধুরির ছেলে সুকলালের বাড়িতে বহিরাগত থেকে এসে ঠান্ডা শীল জায়গা কিনে বসতবাড়ি করে থাকে। প্রতিদিন ঠান্ডা শীলের ছেলে দেবু শীল আসে পাশের লোকদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া বিবাদ করে। এছাড়া তার মা ও বড় ছেলের বউ ঝগড়া করায় পাশের বাসার সুকলাল এসে তাদের ঝগড়া থামাতে বলে। কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে তার সাথে খারাপ আচোরন করেন। পরে সুকলাল দোকানে চলে আসলে খবর পেয়ে ঠান্ডা শীল ও তার ছেলে দেবু শীল কাঁচের বোতল এনে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে প্রচন্ড রক্ত বের হতে থাকে। পরে তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
এই ঘটনায় হামলাকারি বাপ ও ছেলেকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্থতি চলছে বলে জানা যায়। হিন্দু ব্যবসায়ির উপর হামলার ঘটনায় মহামায়া বাজারের সকল ব্যবসায়িরা নিন্দা জানিয়েছে ও হামলাকারিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পুলিশের কাছে দাবি জানিয়েছে।
জানা যায়, শাহমহামুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামে নেকুল চৌধুরির ছেলে সুকলালের বাড়িতে বহিরাগত থেকে এসে ঠান্ডা শীল জায়গা কিনে বসতবাড়ি করে থাকে। প্রতিদিন ঠান্ডা শীলের ছেলে দেবু শীল আসে পাশের লোকদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া বিবাদ করে। এছাড়া তার মা ও বড় ছেলের বউ ঝগড়া করায় পাশের বাসার সুকলাল এসে তাদের ঝগড়া থামাতে বলে। কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে তার সাথে খারাপ আচোরন করেন। পরে সুকলাল দোকানে চলে আসলে খবর পেয়ে ঠান্ডা শীল ও তার ছেলে দেবু শীল কাঁচের বোতল এনে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে প্রচন্ড রক্ত বের হতে থাকে। পরে তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
এই ঘটনায় হামলাকারি বাপ ও ছেলেকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্থতি চলছে বলে জানা যায়। হিন্দু ব্যবসায়ির উপর হামলার ঘটনায় মহামায়া বাজারের সকল ব্যবসায়িরা নিন্দা জানিয়েছে ও হামলাকারিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পুলিশের কাছে দাবি জানিয়েছে।
No comments: