» » » » কচুয়ার মাহমুদুল হাসান পলাশ নিখোঁজ


মাহমুদুল হাসান পলাশ নামের ২২ বছরের এই ছেলেটি গত ২৪ জুলাই রোববার থেকে নিখোঁজ রয়েছে। তার পিতার নাম মোঃ ফয়েজ উল্যাহ মাতা-মানছুরা বেগম, গ্রাম আন্দির পাড়, পোঃ-হোসেনপুর, উপজেলা-কচুয়া, জেলা-চাঁদপুর। তাকে আত্বীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর সন্ধ্যান না পেয়ে তার বাবা কচুয়া থানায় সাধারন ডায়েরী করেছেন । যার সাধারন ডায়েরী নং-১০২, তারিখ-২৬/০৭/২০১৬ ইং।

বিবরনে জানাযায়, মাহমুদুল হাসান পলাশ দেখতে গায়ের রং ফর্সা, রোববার সকালে ঘর থেকে সাদা লুঙ্গি ও কালো চেক শার্ট পড়ে বের হন। বিকেলে চাঁদপুরের আলীগঞ্জ এলাকায় তাকে দেখেছেন বলে তার পারিবারিক সুত্রে জানাযায় । রাতে বাড়িতে না যাওয়ায় ঐ সময় থেকেই তার বাবা আত্বীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নেয়া শুরু করেন। মাহমুদুল হাছান পলাশ কচুয়া বঙ্গ বন্ধু ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ এস সি পাশ করেন। ২/৩ বছর পূর্বে তাহার মানুষিক সমস্যা ছিল বর্তমানে সে সুস্থ্য ছিল বলে তার পরিবার জানান। ১মাস ২৩দিন পূর্বে সে বিয়ে করেছেন। রোববার থেকে মঙ্গলবার (২৬ জুলাই ২০১৬) সংবাদ লিখা পর্যন্ত তার সন্ধ্যান পাওয়া যায়নি। সন্ধান পেলে পলাশের বাবা ফয়েজ উল্যাহ’র -মোবাইল নং ঃ ০১৮১৭০০২৭০৮ ০১৮১৮৫৯৮৮৯৭ যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র