চাঁদপুর মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দি ইউনিয়নের বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চাল আত্বসাৎ করার পায়তারার খবর পেয়ে পুলিশি পাহাড়ায় অবশেষে বিতরন করা হয়েছে। সরকারি চাল ইউনিয়ন পরিষদে না নিয়ে নতুনবাজার কৃষি ক্লাবে চাল রাখার ঘটনায় এলাকাবাসির মাঝে গুঞ্জন ছড়িয়ে পরে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ্যে ১২ নং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ শনিবার সকালে চালের বস্তা কৃষি ক্লাব থেকে ট্রলি ট্রাক দিয়ে পরিষদের হুদামে আনেন। পরে সকাল ১১ টায় মতলব উত্তর থানা পুলিশ ও উপজেলা সিনিয়ার মৎস্য কর্তকর্তা মোঃ নজরুল ইসলামের উপস্থিতিতে দুস্ত, গরীভদের মাঝে চাল বিতরন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চাল নেওয়ার জন্য শত,শত মহিলা পুরুশ লাইন ধরে দাড়িয়ে রয়েছে। তাদেরকে ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ১৮ কেজি করে চাল দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চাল আত্বসাৎ করে বিক্রী করার গুজব ছড়িয়ে পড়লে ওয়ার্ডের আওয়মীলীগের নেতাকর্মীরা ও সাধারন মানুষ ইউনিয়ন পরিষদের সামনে এসে ভীড় জমায়। পরে মতলব উত্তর থানার এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে পাহাড়ায় থেকে চাল বিতরন করেন। ইউনিয়ন পরিষদের সচিব নাছির আহাম্মেদ জানায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৯৮৪ জন দুস্ত,হতদরিদ্রের জন্য বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চাল বরাদ্ধ হয়েছে। এদের মধ্যে শনিবার ৮২১ জনের মাঝে চাল বিতরন করা হয়েছে। কিছু চালের স্লিপ দেওয়া বাকি রয়েছে তাদের দেওয়ার পর চাল দেওয়া হবে। এদিকে ফরাজীকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভপিতি শফিকুল ইসলাম সহ এলাকার বেশ কয়েকজন জানায়, বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চালের বস্তা আত্বসাৎ করার জন্য চেয়ারম্যান তার লোকের দিয়ে নতুনবাজার কৃষি ক্লাবে রেখেছে। রাতে সেখান থেকে কিছু চাল সড়িয়ে ফেলেছে। সকালে সেখানে গিয়ে দেখা যায়,কয়েকটি চালের বস্তা খোলা রয়েছে। পরে সেখান থেকে ট্রলি ট্রাক দিয়ে চালের বস্তা ইউনিয়ন পরিষদে আনা হ্য়েছে। এই প্রথম ফরাজীকান্দি ইউনিয়নে পুলিশের পাহাড়ায় চাল বিতরন করা হয়েছে। এলাকার অনেক হত দরিদ্র রয়েছে যারা চালের স্লিপ পায়নি। চাল কম দেওয়া ও চাল আত্বসাৎ করার খবর শুনে এলাকার মানুষদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শুধু মাত্র এলাকার মানুষ সজাগ থাকায় চাল বিক্রি করতে পায়নি। তবে বকি চাল পরিষদ থেকে সড়িয়ে ফেলার পায়তার করছে।
মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে পুলিশি পাহাড়ায় চাল বিতরন
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দি ইউনিয়নের বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চাল আত্বসাৎ করার পায়তারার খবর পেয়ে পুলিশি পাহাড়ায় অবশেষে বিতরন করা হয়েছে। সরকারি চাল ইউনিয়ন পরিষদে না নিয়ে নতুনবাজার কৃষি ক্লাবে চাল রাখার ঘটনায় এলাকাবাসির মাঝে গুঞ্জন ছড়িয়ে পরে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ্যে ১২ নং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ শনিবার সকালে চালের বস্তা কৃষি ক্লাব থেকে ট্রলি ট্রাক দিয়ে পরিষদের হুদামে আনেন। পরে সকাল ১১ টায় মতলব উত্তর থানা পুলিশ ও উপজেলা সিনিয়ার মৎস্য কর্তকর্তা মোঃ নজরুল ইসলামের উপস্থিতিতে দুস্ত, গরীভদের মাঝে চাল বিতরন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চাল নেওয়ার জন্য শত,শত মহিলা পুরুশ লাইন ধরে দাড়িয়ে রয়েছে। তাদেরকে ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ১৮ কেজি করে চাল দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চাল আত্বসাৎ করে বিক্রী করার গুজব ছড়িয়ে পড়লে ওয়ার্ডের আওয়মীলীগের নেতাকর্মীরা ও সাধারন মানুষ ইউনিয়ন পরিষদের সামনে এসে ভীড় জমায়। পরে মতলব উত্তর থানার এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে পাহাড়ায় থেকে চাল বিতরন করেন। ইউনিয়ন পরিষদের সচিব নাছির আহাম্মেদ জানায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৯৮৪ জন দুস্ত,হতদরিদ্রের জন্য বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চাল বরাদ্ধ হয়েছে। এদের মধ্যে শনিবার ৮২১ জনের মাঝে চাল বিতরন করা হয়েছে। কিছু চালের স্লিপ দেওয়া বাকি রয়েছে তাদের দেওয়ার পর চাল দেওয়া হবে। এদিকে ফরাজীকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভপিতি শফিকুল ইসলাম সহ এলাকার বেশ কয়েকজন জানায়, বিজিএফ ও ঘূন্নিঝড় রুহানুর চালের বস্তা আত্বসাৎ করার জন্য চেয়ারম্যান তার লোকের দিয়ে নতুনবাজার কৃষি ক্লাবে রেখেছে। রাতে সেখান থেকে কিছু চাল সড়িয়ে ফেলেছে। সকালে সেখানে গিয়ে দেখা যায়,কয়েকটি চালের বস্তা খোলা রয়েছে। পরে সেখান থেকে ট্রলি ট্রাক দিয়ে চালের বস্তা ইউনিয়ন পরিষদে আনা হ্য়েছে। এই প্রথম ফরাজীকান্দি ইউনিয়নে পুলিশের পাহাড়ায় চাল বিতরন করা হয়েছে। এলাকার অনেক হত দরিদ্র রয়েছে যারা চালের স্লিপ পায়নি। চাল কম দেওয়া ও চাল আত্বসাৎ করার খবর শুনে এলাকার মানুষদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শুধু মাত্র এলাকার মানুষ সজাগ থাকায় চাল বিক্রি করতে পায়নি। তবে বকি চাল পরিষদ থেকে সড়িয়ে ফেলার পায়তার করছে।
No comments: