» » মাদকদ্রব্য সেবনের কুফল ও প্রতিকারের উপায়' শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুন্নাহার: মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আপনারা ঘরের দায়িত্ব নিলে আমরা আপনাদের দায়িত্ব নেব


চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, মাদক, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে নিজ ঘর থেকে প্রতিরোধ গড়ে তুলে দেশকে নিরাপদ করে গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের ছাত্র-ছাত্রীদের এই রচনার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম হবে একটি সুস্থ ও দক্ষ জনশক্তি। মাদক সেবনের মাধ্যমে ব্যক্তির কোনো উপকার কখনোই আসেনা। এ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাদকের কুফল সম্পর্কে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার প্রতিটি ঘরে নীরবে মাদক বিরোধী মনোবভাব তৈরি করা জেলা পুলিশ প্রশাসনের উদ্দেশ্য। মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আপনারা আপনাদের ঘরের দায়িত্ব নেন। আমরা আপনাদের দায়িত্ব নেব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, কোনো ধর্মেই জঙ্গিবাদের কথা নেই, তাই ধর্মের নামে কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না। আপনারা আপনাদের স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। গত ২৭ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ থানা পুলিশের উদ্যোগে মাদকদ্রব্য সেবনের কুফল ও প্রতিকারের উপায় শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার তানভীর আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, ঘোড়াধাড়ী ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা আলমগীর হোসেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মতলব উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মোর্শেদুল আলম সিরাজী ও গীতা পাঠ করেন নাগদা সপ্রাবির প্রধান শিক্ষক কাজল দে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র