» » » » কিশোরী নববধূর বিষপানে আত্মহত্যা

মতলব দক্ষিণ উপজেলার বদরপুর গ্রামের মিয়াজী বাড়িতে সোমা আক্তার (১৬) নামে এক কিশোরী নববধূ বিষপানে আত্মহত্যা করেন। গত ১৫ জুলাই শুক্রবার পারিবারিক কলহের জের ধরে সে বিষপানে আত্মহত্যা করে বলে জানান এলাকাবাসী।
সরজমিনে গিয়ে জানা যায়, বদরপুর গ্রামের মিয়াজী বাড়ির প্রবাসী হান্নান মিয়াজীর ছোট মেয়ে সোমা আক্তারের সাথে একই বাড়ির সোবহান মিয়াজীর ছেলে জাহাঙ্গীরের ছয় মাস আগে প্রেমের সম্পর্ক করে পালিয়ে বিয়ে করে। পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে মেনে নেয়া হয়। ঘটনার বেশ কদিন আগে সোমা নিজের বাপের বাড়িতে বেড়াতে আসে। দিন কয়েক বাদে তার স্বামী ঢাকা থেকে বাড়ি আসলে তাকে তার শ্বশুর বাড়িতে আসতে বলে জাহাঙ্গীর। কিন্তু সোমা স্বামীর ঘরে আর ফিরে যাবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করে বলে জানান তার পরিবার ও এলাকাবাসী।
সোমার মা আকলিমা মেয়ের শোকে বিলাপ করতে করতে বলেন, কী কারণে সে এ কাজ করলো তা তিনি জানেন না।
মতলব দক্ষিণ থানার এসআই বাচ্চু বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র