» » ফরিদগঞ্জ পৌর এলাকা থেকে মাদকসহ যুবক আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ওয়াপদার পাশ থেকে শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) মাদক মামলার আসামী হিসাবে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক যুবক পৌরসভার কাছিয়াড়া গ্রামের ‘মাদক স¤্রাট মোঃ কবির হোসেন পাটওয়ারী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলমের নের্তৃত্বে এস আই আলমগীর, সুমন, ও এএস আই মঞ্জুর আলমের নেতৃত্বে পুলিশ কবির হোসেন পাটওয়ারীকে পৌর এলাকার ওয়াপদার কাছ থেকে আটক করে।
স্থানীয়রা জানায়, ফরিদগঞ্জ পৌর সদরের বেশ কয়েকটি এলাকায় মাদক ব্যবসায়ী ও খরিদদারদের নিরাপদ এলাকা হিসাবে ব্যবহার হয়ে আসছিলো। ফরিদগঞ্জ থানার নবাগত ওসি মাদকসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা স্থানীয়রা কিছু স্বস্তিতে রয়েছে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র