চাঁদপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আ: ছালাম (২২) নামক এক যুবককে ভ্রাম্যমান আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
শনিবার বিকেল ৬টায় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।
শনিবার বিকেল ৬টায় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।
চাঁদপুর মডেল থানার এস আই মাসুদ শামিম চাঁদপুর টাইমসকে জানান, সদর উপজেলার বাবুর হাট আমান উল্ল্যাপুর এলাকার আ: ছাত্তারের ছেলে আ: ছালাম একই এলাকার আমান উল্ল্যাপুর প্রা: বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং করার সময় এলাকাবাসী ধরে তাকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে বিচার কার্যের জন্য উপস্থিত করলে ভ্রাম্যমান আদালত ইভটিজিংকারী যুবক কে সাজা প্রদান করে। ।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদ জানান, সাজার পর আ: ছালামকে তাৎক্ষনিক চাঁদপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
No comments: