» » চাঁদপুরে স্কুল ছাত্রীকে ফিল্মি স্টাইলে অপহরনের ৩২ ঘন্টা পর উদ্ধার



চাঁদপুরে স্কুল ছাত্রী শারমিন আক্তারকে ফিল্মি স্টাইলে অপহরনের ৩২ ঘন্টা পর উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ ।

গতকাল শুক্রবার রাত ১২টায় স্কুল ছাত্রী শারমিন আক্তারকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ উদ্ধার করে। মডেল থানা সূএে জানা যায়, নাছির গাজীর ভয়ে শারমিনের পিতা জামসেদ আলম বেপারী ও চাচা বাচ্চুর আনুরোধে শারমিনকে এলাকায় বসে সমাধানের লক্ষ্যে মডেল থানার ওসি মামুনুর রশিদ তাদের জিমবায় শারমিনকে শনিবার বিকেল ৫টায় দিয়ে দেন।

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের বেপারী বাড়ীতে। পাশ্ববর্তী বালিয়া ইউনিয়নের উত্তর ইচলী গ্রামের বখাটে ও মাদকব্যবসায়ী নাছির গাজী এ ঘটনা ঘটায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে এসআই রাশেদ জানান। শারমিন বাগাদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। তার পিতা জামসেদ আলম বেপারী। । ঐ দুপুরের খাবারের পর শারমিনের পিতা-মাতা ঘুমেয়ে ছিলেন। হঠাৎ করে বিকেলে পাশ্ববর্তী ইচলী গ্রামের আমা উল্যাহ গাজীর ছেলে নাছির গাজী দেশীয় অস্ত্রসহ প্রায় ৫০জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে শারমিনদের ঘরে প্রবেশ করে। তারা কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের আসবাবপত্র ভাংচুর চালায় এবং শারমিনের পিতা-মাতা উভয়কে পিটিয়ে আহত করে। একই সময় শারমিনকে মারধর করে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো:মামুনুর রশিদ জানান, উভয় পরিবারের অভিভাবকের অনুরোধে শারমিনকে সমাধানের লক্ষ্যে দিয়ে দেওয়া হয়েছে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র