মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর চাঁদপুর জেলায় সেরা ফলাফল অর্জন করেছে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও আল-আমিন একাডেমী।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ২শ’ ৫৭ জন অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন, এ ১শ’ ৬৪ জন ও এ মাইনাস পেয়েছে ২৪ জন। গতকাল দুপুরে ফলাফল ঘোষণার পর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ।
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২শ’ ৩৭ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২শ’ ৩৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮০ জন, এ পেয়েছে ১শ ৩৩ জন ও এ মাইনাস পেয়েছে ২১ জন, ১ জন অনপুস্থিত। পাসের হার ৯৯.১৬%।
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে ছাত্র ও ছাত্রী শাখা মিলিয়ে পরীক্ষায় ৪শ’ ৯৮ জন অংশ নেয়। পাস করেছে ৪শ’ ৯২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৫ জন, এ ২শ’ ৪৩ জন ও এ মাইনাস পেয়েছে ৯৪ জন। অনপুস্থিত ২ জন। পাসের হার ৯৯%।
No comments: