» » চাঁদপুর জেলায় এবার এসএসসিতে পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুর জেলায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা অনেক কম। তবে পাসের হার বেড়েছে। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ কম পেয়েছে ২শ' ৩৭ জন। চাঁদপুর শহরের নামীদামী স্কুলগুলোতেই এবার জিপিএ-৫ অনেক কম পেয়েছে। এ দু'বছরের ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় যে, গত বছর চাঁদপুর জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩শ' ২১ জন, আর এবার পেয়েছে ১ হাজার ৮০ জন। গত বছর চাঁদপুরের সেরা তিন স্কুল হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ১শ' ৪১, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১শ' ২ এবং আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে ১শ' ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। আর এবার হাসান আলী ৮০ জন, মাতৃপীঠ ৬৯ জন এবং আল-আমিন একাডেমী থেকে ৯৫ জন জিপিএ-৫ পেয়েছে। এমনিভাবে জেলার অনেক স্কুলে জিপিএ-৫ এবার কম পেয়েছে। এমনকি অনেক স্কুেলরই জিপিএ-৫ প্রাপ্তির ঘর ছিলো শূন্য, যেসব স্কুলে আগে ২/১টি জিপিএ-৫ থাকতো।


এদিকে এবার চাঁদপুর জেলায় জিপিএ-৫ কম পেলেও পাসের হার বেড়েছে। গত বছরের ছিলো পাসের হার ৭৬.৫৩%। আর এবার পাসের হার ৮৬.৫৯%। এবার চাঁদপুর জেলায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকেও পাসের হার বেড়েছে। যা গত বছর ছিলো অনেক কম। কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৮৪%। আর গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিলো ৮৪.২২%।


এদিকে এবারও চাঁদপুর জেলার আট উপজেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলা সার্বিক ফলাফল বিবেচনায় সেরা অবস্থানে রয়েছে। হাজীগঞ্জ উপজেলায় এবার গড় পাসের হার ৯৩.৪৩% এবং জিপিএ-৫ পেয়েছে ৩শ' ৭৬ জন। গত বছরও জেলার সার্বিক ফলাফল বিবেচনায় আট উপজেলার মধ্যে হাজীগঞ্জ ছিলো সেরা। এবার জেলায় ২য় অবস্থানে আছে চাঁদপুর সদর উপজেলা। এ উপজেলার গড় পাসের হার ৯২.০৮% আর জিপিএ-৫ পেয়েছে ৩শ' ৬ জন।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র