» » » চাদঁপুর-কুমিল্লা মহাসড়কে বোগদাদ-স্কুটার সংঘর্ষ


চাদঁপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা গেইট পেট্রোল পাম্প এলাকায় শুক্রবার (১৩ মে) সন্ধ্যা ৭ টায় বোগদাদ-সিএনজি স্কুটারের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ স্কুটারের ৫ যাত্রী গুরতর আহত হয়েছে।
আহতরা হলেন চাদঁপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাকির হোসেন (৪২) তার স্ত্রী রাশিদা বেগম (৩৫) বড় ভাই বিলাল হোসেন (৫০) ঘোষের হাটের স্বগীয় রন্জিত চন্দ্র ধরের পুত্র কার্তিক চন্দ্র ধর (৩৭) ও সি এন জি স্কুটার চালক নাছির উদ্দিন (৪০)।
চালক নাছির উদ্দিন এবং আহতরা জানায় তারা চাদঁপুর থেকে সি এন জি স্কুটারে করে হাজীগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। স্কুটারটি ওয়াপদা গেইটের মোড়ে পৌছলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা চাদপুরগামী বোগদাদ বাস রাস্তার ডান সাইটে এসে সি এন জি স্কুটারটির সাথে সংঘর্ষ বাধিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত কার্তিক চন্দ্র সূত্রধরের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় প্রেরণ করা হয়

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আল্লাহ্‌ তাদের বেহেশত নসীব করুক...।। আমিন......।

    ReplyDelete

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র