আটককৃতরা উপজেলার নন্দগাঁও গ্রামের মোহাম্মদ আলী আজগরের ছেলে আলতাব হোসেন (১৮) ও তার মা আকতারা বেগম কে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ মে অনুমান ৫ টার সময় বাড়িতে কেউ না থাকায় আলতাব হোসেন জোর পূর্বক ৬ বছরের শিশু কন্যাকে নিজ ঘরে ধর্ষণ করে বলে অভিযোগে জানা যায়।
এ সময় শিশুটির চিৎকারে আলতাব পালিয়ে যায়। পরে শিশুটিকে হাসাপাতালে ভর্তি করা হয়। শিশু কন্যার বাবা আব্দুল জব্বার বাদী হয়ে ১৩ মে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ রাতেই মামলা রজু করে আলতাব হোসেন ও তাঁর মা আকতারা বেগমকে গ্রেফতার করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments: