» » » » » » » হাজীগঞ্জে ৪১৫ এ+ প্লাস : শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়


বুধবার প্রকাশিত ২০১৬ সালে এস এস সি ও সমমান পরীক্ষার ফলাফলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্কুল, মাদ্রাসা ও কারিগরিতে জিপিএ ৫ পেয়েছে ৪১৫ জন।
এর মধ্যে এসএসসি’তে জিপিএ ৫ পেয়েছে ৩৭৬, দাখিলে ২৩ ও ভোকেশনালে ১৬ জন।
ঘোষিত ফলাফলে ৫২জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেজে ৬৬ জন জিপিএ ৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এ+’
তথ্য অনুযায়ী, হাজীগঞ্জ উপজেলার ৩২টি বিদ্যালয়ের মধ্যে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ১৯৭ পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এতে এ+’ ৫২ জন এ ১২৮, এ-’ ১৭ জন।
হাজীগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬৬ জন। এতে এ+’ ৬৬, এ’ ১৭০, এ-’ ২৪, বি’ ৬ জন পেয়েছেন।
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে সবাই। এতে এ+’ ৩২, এ’ ১৩১, এ-’ ১৭, বি’ ১ জন পেয়েছেন।
ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে শতভাগ। এতে এ+’ ১৫, এ’ ৭৩, এ-’ ০৮, সি’ ১ জন পেয়েছেন।
বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৮১ জন। এতে এ+’ ১৫, এ’ ৪২, এ-’ ২৩, বি’ ১ জন পেয়েছেন।
পেরাপুর উচ্চ বিদ্যালয়ে ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে শতভাগ। এতে এ+’ ১৮, এ’ ৪১, এ-’ ২ জন পেয়েছেন।
পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে সবাই। এতে এ+’ ১৩, এ’ ৭০, এ-’ ৪, বি’ ১ জন পেয়েছেন।
জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৩৮ জন। এতে এ+’ ১৮, এ’ ৯১ , এ-’ ২২, বি’ ৭ জন পেয়েছেন।
টংগীর পাড় হাটিলা উচ্চ বিদ্যালয়ে ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১০ জন। এতে এ+’ ১৯, এ’ ৪৩, এ-’ ৩৯, বি’ ৯ জন পেয়েছেন।
দেশগাঁও জয়নাল আবেদীন উর্চ্চ বিদ্যালয়ে ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১০৬ জন। এতে এ+’ ০৭, এ’ ৫৪, এ-’ ৩২, বি’ ১০ ও সি’ ৩ জন পেয়েছেন।
নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয়ে ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২৪ জন। এতে এ+’ ০৪, এ’ ৪০, এ-’ ৪৯, বি’ ১৯ ও সি’ ১২ জন পেয়েছেন।
পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২২ জন। এতে এ ৪,এ-৫,বি ১০ ও সি ১৩ জন পেয়েছেন।
পালিশারা উচ্চ বিদ্যালয়ে ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১০৮ জন। এতে এ+’ ১১,এ ৫৪,এ-৩২,সি ২ ও ডি ৯ জন পেয়েছেন।
বাকিলা উচ্চ বিদ্যালয়ে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৪১ জন। এতে এ ৬৩,এ-৪৩,বি ২৪ ও সি ১১ জন পেয়েছেন।
বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ জন। এতে এ ০৫,এ-১১,বি ১০ জন পেয়েছেন।
বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৫ জন। এতে এ+’ ০৫,এ ৩৭,এ-৩২,বি ১৭ ও সি ০৪ জন পেয়েছেন।
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭১ জন। এতে এ+’ ০৩,এ ৩৯,এ-২০,বি ৭ ও সি ০২ জন পেয়েছেন।
বলিয়া উর্চ্চ বিদ্যালয়ে ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১০৯ জন। এতে এ+’ ০৭,এ ৭৩,এ-২৮,বি ০১ জন পেয়েছেন।
বড়কূল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৬ জন। এতে এ+’ ০৭,এ ১৫,এ-১৪ জন পেয়েছেন।
বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৩২ জন। এতে এ+’ ০৪,এ ৫২,এ- ১২,বি ৫ জন পেয়েছেন।
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৩ জন। এতে এ+’ ০৩,এ ৪০,এ-৩৯,বি ১০ও সি ০১ জন পেয়েছেন।
মালিগাঁও উচ্চ বিদ্যালয়ে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৪ জন। এতে এ+’ ০৮,এ ৩২,এ-২৯,বি ৫ জন পেয়েছেন।
মৈশাইদ পল্লী মঙ্গল এ জি উচ্চ বিদ্যালয়ে ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮ জন। এতে এ+’ ০১,এ ০৯,এ-০৮ জন পেয়েছেন।
রাজারগাও উর্চ্চ বিদ্যালয়ে ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৫৬ জন। এতে এ+’ ০৮,এ ৪৫,এ-৩৭,বি ৪৩ ও সি ২৩ জন পেয়েছেন। রান্ধনীমুড়া উচ্চ বিদ্যালয়ে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে শতভাগ পাশ করেছে। এতে এ+’ ০৫,এ ৪৯,এ-০৩ জন পেয়েছেন।
রামপুর উচ্চ বিদ্যালয়ে ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২১৭ জন। এতে এ+’৯, এ ৯০, এ-৭৮, বি ৩৬ ও সি পেয়েছে ৪জন।
রামচন্দ্রপুর ভূইয়া একাডেমী ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৪ জন। এতে এ+’ ৮, এ’ ৫৫, এ-’ ২৮ ও বি’ পেয়েছে ৩জন।
শ্রীপুরউচ্চ বিদ্যালয় ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৫১ জন। এতে এ ১৮, এ-’২১ ও বি ৯ ও সি পেয়েছে ৩জন।
সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪১ জন। এতে এ+’৭, এ ৩৩, এ-’ পেয়েছে ০১ জন।
সুহিলপুর উচ্চ বিদ্যালয় ১১০জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১০৭ জন। এতে এ+’১৫, এ ৬০, এ-’ পেয়েছে ৩২ জন।
অলিপুর উচ্চ বিদ্যালয় ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৭ জন। এতে এ+’ ৩, এ ৩৬, এ-’ ১৭, বি পেয়েছে ১ জন।
আল কাউসার স্কুল ৪৮জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৮ জন। এতে এ+’ ১৩, এ পেয়েছে ৩৫ জন।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র