» » » » » » ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে ৩ ছাত্রীর এ প্লাস


চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৩ ছাত্রী এ প্লাস পেয়েছে।
স্কুলটি থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪২ শিক্ষার্থী। এদের মধ্যে ৩জন এ প্লাস, এ গ্রেড পেয়েছে ৩৯, এ (-) পেয়েছে ৫০, বি পেয়েছে ৫০জন। উত্তীর্ণ হয়নি ১৪জন। পাশর হার ৯১.০৩%।
এছাড়া একই বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫৬জন, সকলেই উত্তীর্ণ হয়। এর মধ্যে এ পেয়েছে ৪১জন এবং এ (-) পেয়েছে ১৫জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার জনান, গ্রাম পর্যায়ের বিদ্যালয় হিসেবে আমাদের আন্তরিকতার অভাব ছিলো না। গ্রামে ভালো খারাপ মিলিয়ে সকল ছাত্রদেরই পড়ার জন্য সুযোগ সৃষ্টি করতে হয়। তবে আগামীতে শতভাগ পাশের জন্য আমাদের সকল শিক্ষক-শিক্ষিকার চেষ্টা অব্যাহত রয়েছে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র