» » » ফরিদগঞ্জে স' মিলের করাতে কাটা পড়ে এক গ্রাম্য চিকিৎসকের নির্মম মৃত্


ফরিদগঞ্জে স' মিলের করাতে কাটা পড়ে রফিকুল ইসলাম বতু (৬০) নামে এক গ্রাম্য চিকিৎসকের নির্মম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও নিহতের বড় ভাই মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ জানান, ওই গ্রামের বড়গাঁও বাজারের পাশে নবনির্বাচিত ইউপি সদস্য আঃ রশিদের স' মিলের গাছ কাটাতে আসেন কবিরাজ রফিকুল ইসলাম বতু মিয়া। বেলা ১১টার দিকে তিনিসহ মিলের লোকজন গাছ করাত দিয়ে কাটার সময় করাতের বেল্টে তার পরনের লুঙ্গি পেচিয়ে করাতে কাটা পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত কবিরাজ বতু মিয়া তিন ছেলে এক মেয়ের জনক। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র