চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরীপুর সড়কটি ক্ষত বিক্ষত হয়ে এখন মরন ফাঁদে পরিনত হয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ ১ বছর যাবৎ রাস্তাটির এ করুন অবস্থায় চলাচলকারী হাজার হাজার জনগণ গৃহবন্ধী হয়ে পড়েছে। রোগী নিয়ে ঢাকা বা কোথাও চিকিৎসার জন্য নিয়ে যাবে এমন কোন পরিবেশ রাস্তায় নেই। বরং রাস্তা দিয়ে রোগী নিয়ে রওয়ানা হলে রোগীর হাড়গোড় ভেংগে পথেই মারা যাবে। ডেলিভারী সংক্রান্ত কোন রোগী চিকিৎসার জন্য কোথাও নিবে তো দূরের কথা নেয়ার বিষয়টি কল্পনা করাই যাবেনা। তারপরও নিয়ে রওয়ানা হলে ঐ রোগীর পথেই ডেলিভারী হয়ে যাবে অথবা মারা যাবে।
রাস্তাটির এই বেহাল দশায় পরিনত হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের কোন নজরে পড়েনি। রাস্তা দিয়ে বাস,সিএনজি মাইক্রোবাসসহ মালবাহী ট্রাক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে প্রায়ই দূর্ঘটনার শিকার হয়। গাড়ির এক্সেলসহ নানান যন্ত্রাংশ ভেংগে রাস্তার ওপর ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে দেখা যায়। তারপরও মানুষ বিশেষ প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হয়।
জানাযায়, বিগত দিনে সড়কটির সংস্কার কাজে দায়িত্বরত ঠিকাদার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে ঘষামাজা কাজের কারনে রাস্তার কাজ করার ১ সপ্তাহ পড়ে রাস্তা ভাংগা শুরু হয়। যার ফলে জনগনের ভোগান্তিও শুরু হয়। সরকারীভাবে সড়কটি সংস্কার কাজে কোটি কোটি টাকা বরাদ্ধ হলেও ঠিকাদারের ঘষামাজা কাজের জন্য যেমনি জসগণ ভোগান্তির শিকার হয়। অপরদিকে সরকারেরও দূর্নাম হয়। সড়কটি যথাযথ তদারকির মাধ্যমে সিডিউল মোতাবেক সংস্কার করার জন্য সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দিন খান আলমগীর এমপিসহ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।
No comments: