» » » » » » অপরিচ্ছন্নতার অভিযোগ চাঁদপুরে খাবার হোটেলে জরিমানা


চাঁদপুর শহরের বিভিন্ন খাবার হোটেলে শনিবার বিকেলে পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় ও অসাস্থ্যকর পরিবেশে খাবার সরবারাহ করারা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় তিনটি খাবার হোটেল থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
হোটেলগুলো হলো, বিপনিবাগ বাজরের রিজিক হোটেল এন্ড রেস্টুরেন্টে ৫ হাজার টাকা, কালি বাড়ির ফ্লার্ট ফ্রর্মের চাঁদপুর ১ হাজার, ছায়াবানি রোডের রুচি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।
তিনি জানান, চাঁদপুর শহরের বিভিন্ন হোটেলে নোংরা পরিবেশে খাবার সরবরাহ করে আসছে। তাদরেকে প্রথম পর্যায়ে সামান্য জরিমানা করা হয়েছে। এখন থেকে যদি খাবার হোটেলগুলো পরিস্কার-পরিচ্ছন্ন না করে, তাহলে সামনে থেকে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
চাঁদপুর শহরের অন্যান্য হোটেলগুলোতেও পর্যায়ক্রমে অভিজান পরিচালনা করা হবে

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র