» » » » » » চাঁদপুরের বিষ্ণুপুরে স্কুলছাত্রীর বিয়ে বন্ধ


চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণপুর ইউনিয়নে বাল্য বিয়ে বন্ধ করে কনের বাবার ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল দুপুর ২টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের আক্কাস প্রধানীয়ার মেয়ে আখি আক্তারকে মতলব দক্ষিন উপজেলার উদমদী গ্রামের হাসীম মিয়ার সাথে বাল্য বিয়ের কথা ছিল। গোপন সংবাদের বৃত্ততে উপজেলার নিবার্হী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যান আদলত বসিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
আখি আক্তার দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির মেধাবী ছাত্রী। এ সময় উপস্থিত জনপ্রতিনিধির সম্মুখে কনের বাবা কাগজে অঙ্গীকারনামা দেন মেয়েটিকে তিনি প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।
এছাড়া ও ছাত্রী পড়ালেখা বিষয় বিদ্যালয়ের অধ্যক্ষেকে উপবিত্তসহ এস এস সি পরিক্ষা পর্যন্ত কোন প্রকার বেতন না নেয়ার নিদের্শ দেন।

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র