দেখতে দেখতে একটি বরকতময় মাসের পরিসমাপ্তি হতে যাচ্ছে। বলতে গেলে চোখের পলকেই শেষ হয়ে গেল মাহে রমজানের ৩০টি দিন। আমাদের মধ্যে যাদেরকে মহান আল্লাহ পাক তওফিক দান করেছিলেন তারা সবগুলি রোজা রাখতে সমর্থ হয়েছিলাম, আর যাদের আল্লাহ পাক তওফিক দেননি তাদের জন্য আমরা সকলেই দোয়া করবো যাতে করে সে আগামী রমজান মাসে আল্লাহপাকের সুদৃষ্টি লাভ করতে সমর্থ হন এবং সবগুলি রোজা রাখতে পারেন। যেহেতু আগামীকাল শওয়াল মাসের চাঁদ দেখা যায়নি তাই আমরা পুরোপুরি নিশ্চিত যে আজ আকাশে শাওয়ালে চাঁদ উঠবে এবং আমরা আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর পালন করব। তাই আমার পক্ষ থেকে
**************************** ঈদ মোবারক ***************************
**************************** ঈদ মোবারক ***************************
**************************** ঈদ মোবারক ***************************
প্রতিটি বছরই এই দিনটি আমাদের জন্য খুশীর বারতা নিয়ে হাজির হয়। লাখ লাখ মানুষ নানান ঝুকি নিয়েও ছুটে গেছেন প্রিয়জনদের নিয়ে ঈদ উদযাপন করতে। প্রিয়জনদের কাছে পেলে, আর তাদের হাতে যখন তাদের জন্য কেনা উপহার খানা তুলে দেয়া হয়, তখন আমরা আমাদের পথ ভ্রমণের সেই কষ্টটুকু ভুলে যাই। আমাদের মনটা ভরে উঠে বাধনহারা আনন্দে যখন আমাদের প্রিয়জনরা আমাদের কেনা উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়।
যেসব ব্লগার ভাইরা প্রবাসে ঈদ করছেন তাদের জন্য আমার সমবেদনা রইল। প্রিয়জনদের ছাড়া ঈদ পালন করারা সত্যিই কষ্টকর। আপনাদের জন্য আমার শুভ কামনা রইল। আল্লাহপাক আপনাদের তওফিক দান করুক যাতে আপনারা আপনাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করে খুব শীঘ্রই দেশে ফিরে আসতে পারেন এবং পরবর্তী ঈদ প্রিয়জনদের নিয়ে করতে সমর্থ হন।
যাই হোক, যে যেখানে যে অবস্থাতেই আছেন আপনাদের ঈদ খুব ভাল কাটুক। ঈদ উল ফিতর আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি। সেই প্রত্যাশাই করছি। আর যেতে যেতে আপনাদের জন্য জাতীয় কবির সেই গানটি রেখে যাচ্ছি।
***************************** বিঃ দ্রঃ ***********************************
একটি মানবিক কারনে সবার দৃষ্টি আকর্ষন করছি। মহান আল্লাহপাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি আমাদেরকে গরীব অসহায় করে পৃথিবীতে পাঠান নাই। আমরা অনেকেই হয়তো গরীব অসহায়দের থেকে অনেক অনেক ভাল অবস্থায় এবারের ঈদ করব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা আমাদের মত এতো আনন্দ ভোগ করতে পারবেনা। কিন্তু আমরা যদি তাদের দিকে একটু খেয়াল করি তাহলে হয়তো তাদের ঈদটি একটু হলেও আনন্দে কাটবে। তাই আপনাদের সকলকেই অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনার আশেপাশের গরীব অসহায়দের দিকে একটু খেয়াল করবেন। বছরের একটি দিন যেন তারা আপনার উছিলায় নিজেদের সুথি হাবার সুযোগ লাভ করতে পারে। আপনার পুরাতন পোশাকটিও হতে পারে তাদের ঈদের নতুন পোশাক।
Our Chandpur - আমাদের চাঁদপুর - এর
সকল ব্লগার, মডারেটর এবং দেশের সর্বস্তরের মানুষকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।**************************** ঈদ মোবারক ***************************
**************************** ঈদ মোবারক ***************************
**************************** ঈদ মোবারক ***************************
প্রতিটি বছরই এই দিনটি আমাদের জন্য খুশীর বারতা নিয়ে হাজির হয়। লাখ লাখ মানুষ নানান ঝুকি নিয়েও ছুটে গেছেন প্রিয়জনদের নিয়ে ঈদ উদযাপন করতে। প্রিয়জনদের কাছে পেলে, আর তাদের হাতে যখন তাদের জন্য কেনা উপহার খানা তুলে দেয়া হয়, তখন আমরা আমাদের পথ ভ্রমণের সেই কষ্টটুকু ভুলে যাই। আমাদের মনটা ভরে উঠে বাধনহারা আনন্দে যখন আমাদের প্রিয়জনরা আমাদের কেনা উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়।
যেসব ব্লগার ভাইরা প্রবাসে ঈদ করছেন তাদের জন্য আমার সমবেদনা রইল। প্রিয়জনদের ছাড়া ঈদ পালন করারা সত্যিই কষ্টকর। আপনাদের জন্য আমার শুভ কামনা রইল। আল্লাহপাক আপনাদের তওফিক দান করুক যাতে আপনারা আপনাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করে খুব শীঘ্রই দেশে ফিরে আসতে পারেন এবং পরবর্তী ঈদ প্রিয়জনদের নিয়ে করতে সমর্থ হন।
যাই হোক, যে যেখানে যে অবস্থাতেই আছেন আপনাদের ঈদ খুব ভাল কাটুক। ঈদ উল ফিতর আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি। সেই প্রত্যাশাই করছি। আর যেতে যেতে আপনাদের জন্য জাতীয় কবির সেই গানটি রেখে যাচ্ছি।
***************************** বিঃ দ্রঃ ***********************************
একটি মানবিক কারনে সবার দৃষ্টি আকর্ষন করছি। মহান আল্লাহপাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি আমাদেরকে গরীব অসহায় করে পৃথিবীতে পাঠান নাই। আমরা অনেকেই হয়তো গরীব অসহায়দের থেকে অনেক অনেক ভাল অবস্থায় এবারের ঈদ করব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা আমাদের মত এতো আনন্দ ভোগ করতে পারবেনা। কিন্তু আমরা যদি তাদের দিকে একটু খেয়াল করি তাহলে হয়তো তাদের ঈদটি একটু হলেও আনন্দে কাটবে। তাই আপনাদের সকলকেই অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনার আশেপাশের গরীব অসহায়দের দিকে একটু খেয়াল করবেন। বছরের একটি দিন যেন তারা আপনার উছিলায় নিজেদের সুথি হাবার সুযোগ লাভ করতে পারে। আপনার পুরাতন পোশাকটিও হতে পারে তাদের ঈদের নতুন পোশাক।
No comments: