চলতি অর্থ বছরে চাঁদপুরে বন বিভাগ সামাজিক বনায়ন ও নাসারিং ট্রেনিং সেন্টার ৩৫ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা উত্তোলন করেছে।
আকাশ মনি, রেন্ট্রি, মেহগনি, পেয়ারা, কাঠাঁল, জলপাই, হত্তর্কী, বয়রা, অর্জুন, নিমসহ আরোও অনেক ধরনের চারা প্রতি নির্ধারিত ৫ টাকা করে বিক্রয়ের জন্য উত্তোলন করা হয় বলে সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সামাজিক বনায়ন ও নার্সারি ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামের সাথে আলাপকালে তিনি জানান, ‘চাঁদপুর সদরে ৮ হাজার, হাজীগঞ্জে ২০ হাজার, কচুয়া ২ হাজার, ফরিদগঞ্জে ৪ হাজার ও হাইমচরে ১ হাজারসহ মোট ৩৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা উত্তোলন করা হয়। উত্তোলনকৃত ছোট-বড় সকল ধরনের চারাই বিক্রয় করা হয় ৫ টাকা।চারা বিক্রয়ের টাকা প্রশাসনের রেভিনিউ (রাজস্ব) শাখায় দেয়া হয়।’
তিনি আরো জানান, ‘চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আশ্রায়ন প্রকল্প-১ এর ২শ’ পরিবারের মাঝে নারিকেল, সুপারি এবং বনজ ও ফলজসহ মোট ২৪শ’ চারা বিতরণ করা হয়। চাঁদপুরে ২০০৮ সালের পর সরকারিভাবে কোন প্রশিক্ষণ দেয়া হয় নাই। নার্সিংসহ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
capdur e government nurserry kothay pabo
ReplyDelete