» » » » » চিতোষী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন


চাঁদপুর ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকার চিতোষী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে সোমবার (২৫ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস ও চিতোষী বাজারের প্রধান সড়কে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘন্টাব্যাপি ওই কর্মসূচিতে হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনের সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চিতোষী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ।
বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ আবদুর রহিম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছাত্রলীগ নেতা ছোটন চন্দ্র ভৌমিক, আবু নাঈমসহ কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন, ‘শাহরাস্তি তথা চাঁদপুর জেলার অন্যতম বেসরকারি কলেজ চিতোষী ডিগ্রি কলেজ। পাশ্ববর্তী কুমিল্লা জেলার অনেক ছাত্র-ছাত্রী এখানে পড়াশোনা করে। এ কলেজটি সরকারিকরণ করা অত্যন্ত জরুরি। এটি সরকারিকরণ করা হলে হাজার হাজার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা আরো সহজতর হবে।’
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ বলেন, ‘১৯৮৭ সালে প্রতিষ্ঠিত চিতোষী ডিগ্রি কলেজ উপজেলার একমাত্র পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠার পর অল্প সময়ের ব্যবধানে কলেজটি শিক্ষা কার্যক্রম ও ফলাফলের দিক থেকে জেলার শীর্ষস্থানে আসীন হয়েছে। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ছাড়াও বিএ, বিএসএস, বিকম, বিএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় ৪টি ট্রেড কোর্স চালু রয়েছে।’
তিনি আরো বলেন, ‘২০০৩ ও ২০০৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে কুমিল্লা বোর্ডের সেরা দশ-এ স্থান পেয়েছে। সবদিক বিবেচনায় এটি সরকারিকরণের যোগ্যতা ও ন্যায্য দাবি রাখে। কলেজটি সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাহরাস্তি-হাজীগঞ্জের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

About Azad Hossain

MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

চাঁদপুর জেলার প্রামান্যচিত্র