মতলব উত্তর উপজেলার বড়হলদিয়া বোরহানুল উলুম ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার ৪৫ ছাত্রকে উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ নিজ অর্থায়নে পাঞ্জাবী ও পায়জামা প্রদান করেছে। গত ২৫ জুলাই সোমবার বিকেলে মাদরাসা হল রুমে ছাত্রদের মাঝে পোষাক বিতরণ উপলক্ষে পরিচালনা কমিটির সভাপতি হাজী মোফাজ্জল হোসেন প্রধানের সভাপতিত্বে ও ইজ্জত আলী মাষ্টারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
তিনি বলেছেন, কোরআনের আলোকে ইসলামের জ্ঞান চর্চা করে তা মানব কল্যাণে ব্যবহার করতে হবে। কিছু মানুষ নিজের স্বার্থের জন্য ইসলামকে বিতর্কিত করছে। কাউকে খুন বা বোমা মেরে নয়, জ্ঞান অন্বেষণ, গবেষণা ও জ্ঞান চর্চার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন মাদরাসার সেক্রেটারী জামাল উদ্দিন সিকদার, ইউপি সদস্য জাকির হোসেন, সমাজসেবক বাহাউদ্দিন শাহ, সালাউদ্দিন শিকদার, শিক্ষক মাসুদ রানা, কামাল উদ্দিন সিকদার, বাবুল সিকদার, বাচ্চু কুড়ালী, কামরুল সিকদার, ইসমাঈল ঢালী প্রমূখ।
No comments: