গতকাল প্রকাশিত এসএসসি পরীক্ষায় হাজীগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৩শ' ৭৬ জন। উপজেলার ৩২টি বিদ্যালয়ের মধ্যে প্রাপ্ত ফলাফলে উপজেলায় পাসের হার ৯৩.৪৩। বোর্ডের নিয়মানুযায়ী উপজেলার মধ্যে সেরা অবস্থানে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ৩শ' ৬৪ জন। পাস করেছে ৩ হাজার ১শ' ৪৩ জন। অকৃতকার্য হয়েছে ২শ' ২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩শ' ৭৬ জন, এ পেয়েছে ১ হাজার ৭শ' ২৭ জন, এ- পেয়েছে ৭শ' ২৭ জন, বি পেয়েছে ২শ' ৩৫ জন, সি পেয়েছে ৬৯, ডি পেয়েছে ৯ জন।
এর মধ্যে ফলাফলের দিক দিয়ে উপজেলায় সেরা অবস্থানে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১শ' ৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন, এ পেয়েছে ১শ' ২৮ জন, এ- পেয়েছে ১৭ জন। ফলাফলে ২য় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। এ স্কুল থেকে ২শ' ৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২শ' ৬৬ জন। পাসের হার ৯৮.৫২, জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন, এ পেয়েছে ১শ' ৭০ জন, এ- পেয়েছে ২৪ জন, বি পেয়েছে ৬ জন।
অপরদিকে দাখিলে মোট পরীক্ষার্থী ৯শ' ৭৫ জন, পাস করেছে ৮শ' ৮৯ জন। অকৃতকার্য হয়েছে ৮৬ জন, পাসের হার ৯১। উপজেলার ২৩টি মাদ্রাসার মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। এ পেয়েছে ৩শ' ৬০ জন, এ-৩শ' ১, বি ১শ' ৪৯, সি ৫৪, ডি ২। এর মধ্যে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে। ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার শতভাগ। এ পেয়েছে ৩২ জন, এ- পেয়েছে ১৩ জন, সি পেয়েছে ১ জন। ৩০ জন পরীক্ষা দিয়ে ৭ জন জিপিএ-৫ পেয়েছে হাজেরা আলী ক্যাডেট দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। পাসের হার শতভাগ। এ পেয়েছে ১৭ জন, এ- পেয়েছে ৫ জন, বি পেয়েছে ১ জন। ভোকেশনালে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মোট পরীক্ষার্থীর সংখা ২শ' ২০। পাস করেছে ২শ' ১৮ জন। অকৃতকার্য হয়েছে ২জন, পাসের হার ৯৯.০৯। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, এ পেয়েছে ১ শ' ৮৬ জন, এ- ১৬ জন। ১২ জন জিপিএ-৫ পেয়ে সেরা অবস্থানে রয়েছে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ।
No comments: